ভূমিকা


খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়

 

দিনাজপুর জেলার অন্তর গত খানসামা উপজেলার  ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকেই অত্যন্ত সুনাম ও সফলতার সাথে নিরলসভাবে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাদান করে আসছে। এই মহতী কাজে আমাদের রয়েছে অগণিত সুহৃদ ও অভিভাবকের মত একদল পরিশ্রমী, নিষ্ঠাবান, অভিজ্ঞ প্রশিক্ষনপ্রাপ্ত  আত্মনিবেদিত শিক্ষক/শিক্ষিকা, সু-শিক্ষার উপযোগি নিজস্ব ক্যাম্পাস ও একাধিক বহুতল ভবন  খোলামেলা সুন্দর ও নিরাপদ পরিবেশ। দক্ষ প্রশাসন ও শিক্ষা বান্ধব ব্যবস্থাপনা পরিষদ। তা ছাড়া বছরের বিভিন্ন সময় অভিভাবক-শিক্ষক মত বিনিময় সভা,বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান, বনভোজন, বর্ষবরণ অনুষ্ঠান করা হয়। শিক্ষক-অভিভাবক মত বিনিময় সভায় যে কোন অভিযোগ ও পরামর্শ নিয়ে খোলামেলা আলাপ-আলোচনার মাধ্যমে শিক্ষার্থীর উৎকর্ষ সাধনে উদ্যোগ গ্রহণ করা হয়।

এ শিক্ষা প্রতিষ্ঠানটিকে একটি স্বয়ং সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে সরকার, ব্যবস্থাপনা পরিষদ ও এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তিগণ নানাভাবে সহযোগিতা করে আসছে। কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে বিদ্যালয়টি সব সময় আন্তরিক ও সচেষ্ট।

অবস্থান :

দিনাজপুর জেলার খানসামা উপজেলায় প্রাণকেন্দ্র  বিদ্যালয়টি অবস্থিত।

প্রশাসনিক কাঠামো :

খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় একটি এম,পি,ও ভুক্ত সরকারী মঞ্জুরী প্রাপ্ত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর নিয়ন্ত্রিত এবং শিক্ষা মন্ত্রণালয়ের নিরীক্ষা ও পরিদর্শন অধিদপ্তরের তত্ত্বাবধানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর অনুমোদিত ম্যানেজিং কমিটি কর্তৃক পরিচালিত ।

শিক্ষা কার্যক্রম :

 দিবা শাখায়  বালিকাদের পাঠদান করা হয়। রবিবার থেকে বৃহস্পতিবার ক্লাস। সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার ।

দিবা শাখা :

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি  (বালিকা)

সময় : ০৯.৩০ মিনিট থেকে ৫.০০ মিনিট

বিভাগ    :

১। ৯ম ও ১০ম শ্রেণিতে বিজ্ঞান ও মানবিক বিভাগে 

২। এস.এস.সি ভোকেশনাল ৯ম ও ১০ম শ্রেণিতে জেনারেল ইলেকট্রনিক্স এবং ড্রেস মেকিং

শিক্ষাবর্ষ :

১লা জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বর ।

৬ষ্ঠ শ্রেণি হতে ৯ম শ্রেণি পর্যন্ত বোর্ড বই বিনামূল্যে সরবরাহ করা হয়।

.

পরীক্ষা :

বছরে ২টি পরীক্ষা প্রস্তুতিমূলক, অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা, এ ছাড়াও আছে শ্রেণি পরীক্ষা, মাসিক পরীক্ষা, তাৎক্ষনিক পরীক্ষা।

ফলাফল :

 জে,এস,সি ও এস,এস,সি পরীক্ষায় আকর্ষণীয় ফলাফল।

শ্রেণিকক্ষ :

অধিকাংশ শ্রেণি কক্ষে মাল্টি মিডিয়া ক্লাসের সুবিধা রয়েছে।

ব্যবহারিক ক্লাস :

ব্যবহারিক বিষয়ে নিয়মিত ব্যবহারিক ক্লাসের ব্যবস্থা।

অতিরিক্ত ক্লাস :

দূর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা ।

সহ-শিক্ষাক্রমিক কার্যক্রম :

গার্লস গাইড ও রেড ক্রিসেন্ট কার্যক্রম চলমান।

নিরাপত্তা ব্যবস্থা :

শ্রেণিকক্ষসহ সম্পূর্ণ বিদ্যালয়টি সার্বক্ষনিক সিসি ক্যামেরার আওতাভূক্ত।

ক্রীড়া ও সাংস্কৃতি কার্যক্রম :

(১) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

(২) বিতর্ক প্রতিযোগিতা

(৩) বনভোজন

(৪) শিক্ষা সফর

(৫) দেওয়াল পত্রিকা

(৬) মিলাদ মাহফিল

(৭) বর্ষবরণ

(৮) সকল জাতীয় দিবসমূহ উদযাপন ।

হাফ ফ্রি/ফুল ফ্রি:

গরীব এবং মেধাবীদের হাফ ফ্রি/ফুল ফ্রি এর ব্যবস্থা।

অভিভাবকদের সাথে যোগাযোগ :

(১) শিক্ষার্থীদের জন্য বিশেষ ধরনের ডায়েরী যার মধ্যে থাকে শিক্ষক ও অভিভাবক উভয়ের স্বাক্ষর, দৈনিক পড়া ও পড়ার অগ্রগতি।

(২) পরীক্ষার উত্তরপত্র বাসায় পাঠানো এবং পাঠোন্নতি পত্র (Progress Report) প্রদান।

(৩) নিয়মিত টেলিফোনিক ও পত্র যোগাযোগ।

(৪) বছরের নির্দিষ্ট সময়ে শিক্ষক-অভিভাবকদের সাথে যৌথ সভা আহবান ।

ভর্তি প্রক্রিয়া : নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য প্রতি বছর ১৫ নভেম্বর থেকে ভর্তি ফরম ও প্রসপেক্টাস ১০০/- টাকার বিনিময়ে বিতরণ করা হয়। নির্দিষ্ট সময়সূচী অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করে শিক্ষার্থী ভর্তি করা হয় । ১লা জানুয়ারী থেকে নতুন বছরের ক্লাস শুরু হয় ।