প্রধান শিক্ষকের বাণী


Institution

মাহবুবুর রহমান

আসসালামু আলাইকুম। খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়টি খানসামা জেলার খানসামা উপজেলা সদরে ১৯৭৯ খ্রি:  এলাকার কিছু শিক্ষানুরাগী ও গন্যমান্য ব্যক্তির সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠা লাভ করে।  প্রতিষ্ঠার পর থেকে এলাকাবাসীর সহযোগিতায় হাঁটি হাঁটি পা পা করে অনেক পথ পরিক্রম করে একটি পর্যায়ে এসেছে। এখান থেকে অনেক শিক্ষার্থী শিক্ষা লাভ করে দেশের মাটিতে গৌরব ও সম্মানজনক অবস্থায় অবস্থান করছেন।  এরই ধারাবাহিকতায় সর্বমহলের সহযোগীতায় বিদ্যালয়টি অভিজ্ঞ ও দক্ষ ম্যানেজিং কমিটি ও শিক্ষক মন্ডলীর সমন্বয়ে আরো একধাপ এগিয়ে নিতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অস্প্রদায়িক জাতি গঠণের লক্ষ্যে যুগোপযোগী জাতীয় শিক্ষানীতির আলোকে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধকরণ, শিক্ষা, জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ, নৈতিক মূল্যবোধ, জনগণের প্রতি শ্রদ্ধাশীল ও দায়বদ্ধ করে গড়ে তোলার দীক্ষায় আগামী প্রজন্ম তৈরি করার মানসে এগ্রিয়ে যাচ্ছি। অভিভাবক ও অংশীজনদের সমাবেশ, মিটিং, ফোনালাপ ও ব্যক্তিগত যোগাযোগ করা হচ্ছে। সহশিক্ষা কার্যক্রম যেমন: বিনোদন, শিক্ষা সফর, খেলা-ধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশের অনুকুল, আনন্দময় ও সৃজনশীল পরিবেশ গড়ে তোলার নিরলস পরিশ্রম করে যাওয়া হচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে অদ্যবধি বিদ্যালয়ের পাবলিক পরীক্ষার ফলাফল ঈর্শানীয় সাফল্যের পাশাপাশি সহশিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নানা সীমাবদ্ধতার মঝেও উক্ত বিদ্যালয়ের অগ্রযাত্রা উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সর্বমহলের  সার্বিক সহযোগীতা, সহানুভূতি ও পরামর্শ কামনা করছি।